নব্বইয়ের দশকের আবেগ ফাল্গুনী পাঠক। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল এই গায়িকার ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’। সুপারহিট হয়েছিল গানটি। সেই গানই রিমেক করেছেন নেহা কক্কর। নাম দিয়েছেন ‘ও সাজনা’। নেহার গলায় এই গান মেনে নিতে পারছেন না বেশির ভাগ শ্রোতা। সোশ্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
দিনকয়েক ধরেই সংবাদের শিরোনামে রয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১২’। অনুষ্ঠানটি নিয়ে নাটকীয়তা শুরু কিশোর কুমারের সেই স্পেশাল এপিসোড দিয়ে। যেখানে বিশেষভাবে সম্মান জানানো হয় কিশোর কুমারকে তাঁর ১০০টি গানের দ্বারা। শুধু প্রতিযোগীরা নন, গান গাইতে দেখা গিয়েছিল শোর বিচারক নেহা কাক্কর, হিমেশ রেশমিয়া ও আনু মালিককেও
রাগি ভঙ্গিতে মুখোমুখি দুজন। প্রথমে রোহান মারলেন নেহাকে। নেহাও কম যাচ্ছেন না! তিনিও বাঘের মতো থাবা উঁচিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলেন রোহানকে মারতে